স্বীকার করি বা না করি, পছন্দ হোক বা না হোক, মিথ্যা বলা পরিবার-জীবনের এক অমোঘ সত্য। আমরা শিশুদের সব সময় সত্ হতে বলি। কিন্তু যে কারণেই হোক আমরা নিজেরা সব সময় তা হতে পারি না! মিথ্যা, তা যে ধরনেরই হোক মিথ্যাই। আমরা হয়তো একে ‘নির্দোষ মিথ্যা’ বলতে পারি, কিন্তু এটা আমাদের পরিবার জীবনে আছেই। বাবা-মায়েরা শিশুদের হরহামেশাই বলেন এমন কিছু ‘মিথ্যাকথা’ তুলে ধরেছে দ্য গার্ডিয়ান। মা-বাবা ঝগড়া করছেন না মা-বাবা আসলে একটা বিষয়ে ‘ভিন্নমত’ পোষণ করছেন। আমরা যখন এটা...

